আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরা হলো না ২ সহোদরের

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রাস্তার পাশে দাঁড় করানো ভেকুর (মাটি কাটার যন্ত্র) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত পৌনে ৮টার সময় বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের ভাটিপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা গ্রামের আব্দুল মঈন (৬৫) ও তার ছোট ভাই তাজ উদ্দিন (৬০)।

এলাকাবাসী জানায়, খালার জানাজা শেষে হবিগঞ্জ থেকে একটি সিএনজিতে বাড়ি ফিরছিলেন দুই ভাই। পথে ভাটিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ভেকুর সঙ্গে দ্রুতগতীর সিএনজি এসে ধাক্কা দেয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ৮ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘হাসপাতালে আনা দুজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। মোহাম্মদ আলী নামে একজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভেকুকে দ্রুতগামী সিএনজি এসে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর