চলনবিলে শিকারির আটক করা বকের দল ফিরে গেল নীড়ে

হাওর বার্তা ডেস্কঃ সিংড়ার চলনবিলে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে ১৫টি বকপাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

সোমবার কাকডাকা ভোরে কাদাপানি মাড়িয়ে চলনবিলের সামারকোল এলাকা থেকে এ পাখি উদ্ধার করা হয়। এ সময় আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে সোহেল নামে এক কিশোর পাখি শিকারিকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

ধ্বংস করা হয় পাখি শিকারের বিশেষ ফাঁদ তিনটি কিল্লা ঘর। পরে পাখিগুলো সামারকোল বাজার ও চামারী ইউনিয়ন পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশকর্মী শারফুল ইসলাম খোকন, আব্দুর রশিদ, জুবায়ের হক, আবু কাহার, হাবিব প্রমাণিক, রিপন হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর