দিনে দুপুরে সিলেটে ঢুকছে ভারতীয় গরু : অভিযানে ৪ গরু আটক

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় গরু। রাতের পাশাপাশি এখন আসতে শুরু করেছে দিনদুপুরে। বিজিবি প্রায়ই অভিযান চালিয়ে গরু ধরলেও প্রতিরোধ করা যাচ্ছে না পাচারকারীদের। কিন্তু পাচারকারীদের এমন বেপরোয়া আচরনের পেছনে রয়েছে সংশ্লিষ্টদের সাথে

বাগবাটোয়ারার সমঝোতা এমনটিই বলছে একাধিক স্থানীয় সূত্র।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পেঁচা ছড়া দমদমা সীমান্ত দিয়ে গরু পাচারের সময় ৪ টি গরু আটক করেছে দমদমা বিজিবি ক্যাম্প। এর আগেও বিজিবি’র অভিযানে প্রতিনিয়ত গরু ধরা পড়ছে। তবে গরু পাচারের সাথে জড়িত কোন চোরাকারবারিকে ধরতে পারেনি

বিজিবি সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সীমান্তের ছিনান ছড়া দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আসবে এমন খবর পেয়ে চতুর্দিকে টহল জোরদার করে দমদমা বিজিবি ক্যাম্প। বিজিবি টহলে থাকার কারণে রাতে পাচার করতে না পারায় চোরাকারবারিরা দিনের বেলায় গরু পাচার করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ টি গরু আটক করা হয়। ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোস্তফা জানান, গরু চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি গরু আটক করেছি আমরা।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর