মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল ৪ পথচারীর

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে বাস, লরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ ১০ জন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই কামরুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) ও পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

আহতরা হলেন- জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০), রফিক (২৫) ও শেখ আহম্মদ (৪৫)। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পলাশ কুমার দে জানিয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, জোনাকি পরিবহণের একটি বাসের পেছনে একটি লরি ধাক্কা দেয়। এর পেছনে এসে  ধাক্কা দেয় একটি কার্ভাডভ্যান। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই পথচারী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চারজন মারা যান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর