রংপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩

হাওর বার্তা ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সাতজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর-দিনাজপুর সড়কে উপজেলার খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাত দিনের নবজাতক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে অসুস্থ নবজাতকের চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা নীলফামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবাসযোগে আসছিল। এ সময় সলেয়াশা বাজারের কাছে পৌঁছামাত্র অপর দিক থেকে আসা ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতদিনের নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর