স্বামী বাড়ি না থাকায় গৃহবধূকে গণধর্ষণ, দেবর গ্রেফতার

হাওর বার্তা ডেস্কঃ স্বামী বাড়ি না থাকার সুযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নে গণধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার রাত ৩টার দিকে গণধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে দেবরসহ ৫ ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে স্বামী বাড়ি না থাকায় স্ত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বাহিরে গেলে জোরপূর্বক দেবর ও তার চার সহযোগী পালাক্রমে ধর্ষণ করে। শনিবার ভিকটিম থানায় অভিযোগ করলে পুলিশ দেবরকে গ্রেফতার করে।

জানা যায়, ধর্ষিতার স্বামী একজন রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের ঘটনাটি তিনি শুনেননি। তবে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে তাদের মধ্যে নানান বিষয় নিয়ে গোলযোগ চলে আসছিল।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুস্তাছিনুর রহমান জানান, ওই মামলায় ভিকটিম তার দেবরসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতার আসামিকে রোববার আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর