চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে কারাগারে নারী মেম্বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা মামলা করে জেলহাজতে গেছেন সংরক্ষিত আসনের নারী মেম্বার। উপজেলার ডুবাইল ইউনিয়নে ঘটেছে ঘটনাটি।

জানা যায়, ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ১৯ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার রোকসানা বেগম।

ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি ২৪ আগস্ট ট্রাইবুনালে খারিজ হয়ে যায়। পরে চেয়ারম্যান ওই নারী মেম্বারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাতে মেম্বার রোকসানা ও তার স্বামী শহাদাত হোসেনকে গ্রেফতার করেন পুলিশ।

দেলদুয়ার থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা বলেন, ডুবাইল ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়ার করা মামলায় মেম্বার রোকসানা বেগম ও তার স্বামী শাহাদত হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর