হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২)। নিহত ওই দুজন জেলের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের খোকন ও জিলন মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে নিজেদের পেতে রাখা চাঁই থেকে মাছ তুলতে যান। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। সকাল ছয়টার দিকে আকস্মিক বজ্রপাতে জেলে খোকন মিয়া ও জিলন মিয়া অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই দুজন জেলেকে মৃত ঘোষণা করেন।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, নিহত ওই দুজন জেলে সম্পর্কে আপন দুই সহোদর ভাই। বজ্রপাতে দুই জেলের মৃত্যু হওয়ার ঘটনাটি ইউএনও স্যারকে জানিয়েছি।

ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ওই দুটি জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর