খরচ কমাতে চিড়িয়াখানার সিংহ নিলামে

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের একটি চিড়িয়াখানা খরচ কমাতে এবং প্রাণীগুলো বিচরণের পর্যাপ্ত জায়গা করে দিতে নিলামে ডজনখানেক সিংহ বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

লাহোর সাফারি পার্ক কর্তৃপক্ষ ১২টি সিংহ বিক্রির জন্য আগামী ১১ আগস্ট নিলামের আয়োজন করেছে। খবর ইয়েনি সাফাকের।

সাফারি পার্কটির উপপরিচালক তানভির আহমেদ জানজুয়া জানান, বর্তমানে এখানে ২৯টি সিংহ আছে। এগুলোর মধ্যে থেকে ২ থেকে ৫ বছর বয়সি ১২টি সিংহ নিলামে বিক্রি করে দেবেন তারা।

কারণ এগুলোর খাবারের জন্য প্রচুর পরিমান মাংসের প্রয়োজন হয়। তা ছাড়া এখানে চিতা বাঘ, বাঘ এবং অন্য প্রাণীদের জন্য পর্যাপ্ত জায়গার অভাবও রয়েছে।

এসব কিছু বিবেচনায় লাহোর সাফারি পার্ক কর্তৃপক্ষ ১২টি সিংহ বিক্রির জন্য নিলামের আয়োজন করতে যাচ্ছে।

তারা আশা করছেন, নিলামে প্রতিটি সিংহ ২০ লাখ রুপি করে বিক্রি করতে পারবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর