নালিতাবাড়ি সীমান্তে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

হাওর বার্তা ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন পাহাড়ি পল্লী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে বন্যহাতির আক্রমণের এ ঘটনা ঘটে।

নিহত ছমেদ আলী নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া মণ্ডলিয়াপাড়া ইউনিয়নের মায়াঘাসি গ্রামের মৃত অসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার বিকালে মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরেননি। পরে বাড়ির লোকজন তার সন্ধানে সন্ধ্যায় পাহাড়ে খোঁজতে গেলে পাথরছিলা পাহাড়ে পিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।

ঘটনার ব্যাপারে রামচন্দ্রকুড়া মণ্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে ঘটনাটা বন্যহাতির আক্রমণে হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীনে অবস্থান করছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর