বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান কলেজছাত্রীর, অতঃপর.

হাওর বার্তা ডেস্কঃ রংপুরের হারাগাছ পৌরসভার মিয়াপাড়া এলাকায় বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নেয়ার কলেজছাত্রীকে প্রায় চার ঘণ্টা পর থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে যায় হারাগাছ থানার পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, `পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিয়া পাড়ায় শারাফাত হোসেন সোহাগের (২৩) বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় পাশের বাড়ির একাদশ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। সোহাগ ওই এলাকার বস্তা ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে। আমরা ৯৯৯-এ খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন এ ঘটনায় শিক্ষার্থীর পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর করার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

অবস্থান নেয়া মাহিগঞ্জ কলেজের ওই শিক্ষার্থী জানান, সোহাগ হারাগাছ সরকারি কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। সে ওই কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। দুই বছর থেকে সোহাগের সাথে আমার প্রেমের সম্পর্ক। এরই মধ্যে রংপুর মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে গিয়ে একাধিকবার আমরা স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করেছি। কিছুদিন আগে আমি সোহাগকে বিয়ের কথা বললে সে একটু সময় চায়।

তিনি আরো বলেন, শনিবার বিকেলে আমি জানতে পারি সোহাগ কাউনিয়ার মীরবাগ এলাকায় কয়েকদিন আগে গোপনে বিয়ে করেছে। তখন আমি বিকেল ৪টায় তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেই। আমি যাওয়া মাত্রই সোহাগ পালিয়ে যায়। সোহাগের পরিবার আমার সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তারা পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে আমাকে রাত সাড়ে আটটায় তাদের ভ্যানে করে থানায় নিয়ে যায়।

ওই শিক্ষার্থী জানান, আমার বাবা একজন প্যারালাইজড রোগী। আমার আর কোনো উপায় নেই। সোহাগকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু এরই মধ্যে সে গোপনে বিয়ে করেছে। আমাকে আর বিয়ে করবে না। এখন এই মুখ আমি কোথায় দেখাই। পরিবার ও সমাজ কেউ আমাকে ভালো চোখে দেখছে না। স্থানীয় দলীয় নেতারাও সোহাগের পক্ষে অবস্থান নিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর