ঈদে ফুপুর বাড়ি বেড়াতে গিয়ে যমুনায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ফুপুর বাড়িতে ঈদে বেড়াতে গিয়ে যমুনা নদীতে ডুবে শারমিন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ওই ছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরে ডিগ্রী হুগড়া গ্রামের ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য দবির জানান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে শারমিন ডিগ্রী হুগড়া গ্রামে তার ফুপুর বাড়িতে ঈদে বেড়াতে আসে। বুধবার বিকেল চারটায় শারমিন আরও কয়েকজনের সঙ্গে যমুনা নদীর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে নামলে প্রবল স্রোতে শারমিন তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে শারমিনকে ওইদিন
পাওয়া যায়নি। বৃহস্পতিবার গন্ধভপুর এলাকায় তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইউপি সদস্য।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর