,

bogra-2205080600

যমুনায় নৌকা ভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ওই যুবক নিখোঁজ হয়।

নিখোঁজ ব্যক্তি হলেন ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে শরিফ।

গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা জানান, ঈদের পরের দিন শরিফ ও তার বন্ধুরা ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। পরে রাত ৮টার দিকে তারা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামে। এ সময় সবাই নৌকায় উঠে এলেও শরীফ আর উঠতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ হয়। তবে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর