,

image-571622-1657491541

প্রথম ওয়ানডে জিতে যা বললেন তামিম

হাওর বার্তা ডেস্কঃ এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজ হেরে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল টাইগাররা।

তবে নিজেদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট ওয়ানডেতে ফিরেই দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপুটে বোলিং করে ক্যারিবীয়দের ১৪৯ রানে আটকে দেন শরীফুল-মিরাজরা।

১৫০ রানের লক্ষ্য টপকাতে নেমে ৬ উইকেট আর ৫৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ।

দাপুটে এই জয় দিয়ে  তামিম ইকবাল মনে করিয়ে দিলেন, একদিনের ক্রিকেটে বাংলাদেশ দুর্ধর্ষ, সমীহ জাগানিয়া দল।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম জয়ের স্বাদ নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বললেন, ‘গায়ানার উইকেট দুই দলের জন্যই কঠিন ছিল। টস জেতাটা খেলায় বড় সুবিধা হয়েছে বলে মনে করি। দল হিসেবে আমরা পিচ দেখে খুশি হইনি।আর আমার রানআউটটি দুর্ভাগ্যজনক হলেও এটা এখানে দোষের কিছু নয়। খেলারই অংশ, এসব ঘটনা ঘটে।’

এদিকে ওয়ানডেতে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন স্পিনার নাসুম আহমেদ। উইকেটশূন্য থাকলেও ৮ ওভার বল করে তিনটি মেডেন পেয়েছেন। রান দিয়েছেন মাত্র ১৬টি। ইকনকিম মাত্র ২ রান।

অভিষিক্ত নাসুমের এই পারফরম্যান্সের বিষয়ে তামিম বলেন, ‘সে টি-টোয়েন্টির নিয়মিত পারফরমার। তাকে ওয়ানডেতেও দারুণ বোলিং করতে দেখে ভালো লাগছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর