আল্লাহ প্রধানমন্ত্রীরে বাঁচাইয়া রাহুক

হাওর বার্তা ডেস্কঃ ঈদের আগে চাল, ডাল, তেল আর ঈদের দিন কুরবানির মাংস পেয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রহিমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উপহার পেয়ে সেখানকার বাসিন্দা আয়েশা আক্তার বলেন- ‘আল্লাহ প্রধানমন্ত্রীরে বাঁচাইয়া রাহুক।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচটি আশ্রয়ণ প্রকল্পের ৪০টি পরিবারের মধ্যে কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে রোববার তাদের প্রত্যেককে দুই কেজি করে মাংস ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।

তবে কিছু প্রকল্পে তারা নিজ উদ্যোগেই কুরবানি দিয়েছেন। যেসব প্রকল্পে কুরবানি হয়নি সেসব প্রকল্পে ইউএনও কুরবানির মাংস পৌঁছে দিয়েছেন।

এর আগে উপজেলার সব আশ্রয়ণ প্রকল্পের মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, লবণ, সেমাই, তেল, দুধ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন ইউএনও।

সোমবার দুপুরে উপজেলার রহিমপুর আশ্রয়ণ প্রকল্পে গিয়ে সেখানকার বাসিন্দা আয়েশা আক্তারের সঙ্গে কথা হয় যুগান্তর প্রতিবেদকের। এ সময় তিনি বলেন, ‘কয়দিন ধইরাই চিন্তা করছিলাম এই ঈদে পুলাফানরে (ছেলে-মেয়ে) লইয়া কিভাবে ঈদ করবাম। বাইবা কিছুই পাইতাছিলামনা। পরে দেহি ঈদের দুইদিন আগেই ইউএনও আমরার প্রকল্পের লোকদের লাইগ্যা প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল, ডাইল, তেল দিইয়া গেছে। আইজ (রোববার) আবার কুরবানির মাংসও দিল। আল্লাহ প্রধানমন্ত্রীরে বাঁচাইয়া রাহুক।’

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম  বলেন, উপজেলার আশ্রয়ণ প্রকল্পের একটিও মানুষ যেন এই ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্যে যেসব প্রকল্পে কুরবানি হয়নি সেসব প্রকল্পের মানুষদের মধ্যে কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসেবে পোলাওয়ের চাল, ডাল, চিনি, লবণ, সেমাই, তেল, দুধ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঈদের আগেই প্রকল্পের সব পরিবারের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর