শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদ উদযাপন

হাওর বার্তা ডেস্কঃ সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ৩০ গ্রামের কিছু সংখ্যক মানুষ ঈদুল আজহা উদযাপন করেছে। প্রতিবছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল আজহা উদযাপন করে দরবারের অনুসারীরা।

শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে সুরেশ্বর দরবার শরিফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরীর ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী ঈদের নামাজে ইমামতি করেন।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী বলেন, আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করি। পৃথিবীতে একটাই চাঁদ, একটাই সূর্য। সৌদি আরবে আজ ঈদ উদযাপিত হচ্ছে। তাই আমরা তাদের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজ আদায় করেছি।

দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের অনুসারীরা ঈদের নামাজ আদায় করতে দরবার শরীফে আসেন। দরবার শরীফের গ্রামের মানুষ ও জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩০টি গ্রামে থাকা দরবার শরিফের মুরিদরাও একই সময়ে ঈদের নামাজ আদায় করেন।

জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রায় ১শ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করে আসছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর