,

dhakapost-20220429002851

চাঁদপুরে এতিম শিশুদের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ ঈদের নতুন পোশাক আর খাদ্য সহায়তা পেল চাঁদপুরে মাদ্রাসায় পড়ুয়া এতিম শিশুরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে শতাধিক শিশুর হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ।

জানা গেছে, জেলার পাঁচটি মাদ্রাসায় পড়াশোনা করে এমন শিশু শিক্ষার্থী যাদের কারো বাবা কিংবা মা নেই সেসব শিশুদের উপহার হিসেবে এবারের ঈদের নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেওয়া হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আসিফ মহীউদ্দিন, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, বাবা-মা অথবা কেউ নেই মাদ্রাসা পড়ুয়া এমন শিশুদের পাশে বাংলাদেশ পুলিশ বাহিনী সবসময় থাকবে।

তিনি আরও বলেন, এই প্রথম চাঁদপুর জেলা পুলিশে কর্মরত প্রায় দেড় হাজার সদস্যকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দেওয়া হয়েছে। যা পুলিশ সদস্যদের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর