বানিয়াচংয়ে স্বপ্নের ঘর পেল ১৫০ পরিবার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল স্বপ্নের ঘর।

মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর ভার্চুয়ালি উদ্বোধনের পর বানিয়াচং উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান ও জেলা প্রশাসক ইশরাত জাহান।

এর আগে সকাল ১০টায় ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তৃতা দেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক ও আরফান উদ্দিন এবং স্বপ্নের ঠিকানা পাওয়া উপকারভোগীদের কয়েকজন।

গৃহ নির্মাণের সার্বিক তত্ত্বাবধায়ক ইউএনও পদ্মাসন সিংহ জানান, স্থানীয় শুঁটকি নদীর বাঁধে প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। প্রত্যেককে দুই শতক জমি ও একটি সেমিপাকা ঘর দেওয়া হয়েছে, যাতে রয়েছে দুটি কক্ষ, বাথরুম ও বারান্দা। জায়গাটির পাশে রয়েছে নদী, সোনালি ধানক্ষেত। সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যময় হয়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পটি। তাই এর নামকরণ করা হয়েছে মুজিবনগর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর