ভেঙেছে নজরখালি বাঁধ টাঙ্গুয়ার হাওরের ৩০০০ একর জমির ধান হুমকির মুখে

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নজরখালি বাঁধ ভেঙে গেছে। এতে ২৪ হাজার একর আয়তনের টাঙ্গুয়ার হাওরে পানি ঢুকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় তিন হাজার একর জমির ধান।

শনিবার সকালে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের উত্তর পাশে নজরখালি বাঁধ ভেঙে যায়। এর আগে, সাতদিন ধরে হাওরের কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করছিলেন।

নজরখালি বাঁধ এলাকা পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন তাহিরপুরের ইউএনও মো. রায়হান কবীর।
তাহিরপুরে নজরখালি বাঁধ ভেঙে পানি ঢুকছে টাঙ্গুয়ার হাওরে।  গ্রামের খসরুল আলম বলেন, নদীর পানি এভাবে বাড়তে থাকলে যেকোনো সময় হাওর তলিয়ে যেতে পারে। কৃষকরা টানা সাতদিন কাজ করেও বাঁধ রক্ষা করতে পারল না। তাদের চোখের সামনেই সোনার ফসল পানিতে ডুবে যাচ্ছে।

এদিকে, নদীর পানি উপচে যেকোনো সময় লতিবপুর হাওরে ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। পানি ঢুকতে শুরু করলে প্রায় দুইশ একর জমির ধান হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে স্থানীয়রা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীর পানি বাড়লেও প্রথম ধাক্কায় যেন হাওরে ঢুকে না পড়ে এজন্য টাঙ্গুয়া হাওরের তিনটি বাঁধ মেরামতের জন্য ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর