ইতিহাস গড়ে সজনের কেজি ৪০০ টাকা

হাওর বার্তা ডেস্কঃ সজনের কেজি ৪০০ টাকা দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাটা
বাজারে নতুন সবজি ওঠার অপেক্ষায় থাকেন ভোক্তারা।

তাই নতুন কোনো সবজি বাজারে এলে তার দাম থাকে আকাশচুম্বী। নতুন সবজির মধ্যে শীতকালীন সবজিরই দামও একটু চড়া থাকে।

 তবে দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাটা। খুলনার বাজারে ওঠা নতুন সবজি সজনে ডাটার দাম চাওয়া হচ্ছে কেজি ৪০০ টাকা।

খুলনা মহানগরী ও আশপাশের উপজেলার বাজার যাচাই করে এ দাম জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, অসময়ের বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে এবার সজনের ফলন কম হয়েছে। তাই দামও বেশি।

আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট-সমৃদ্ধ সজনে ডাটা স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। খেতেও সুস্বাদু এ সবজি।

যে পরিমাণে ফুল এসেছিল তাতে কৃষকের মনে আশার সঞ্চার হয়েছিল। আবহাওয়া ভালো থাকলে এবার আশাতীত সজনে ডাটা পাওয়া যেতো।’

খুলনার টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, সন্ধ্যা বাজার ও গল্লামারী বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারে সজনে ডাটা আসা শুরু হয়েছে।

প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম একটু বেশি হলেও ক্রেতারা কিনছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর