মাতৃগর্ভে গুলিবিদ্ধ : সিআরপিতে চিকিৎসা চলছে সুরাইয়ার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় সাত বছর আগে মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়া এখন চিকিৎসা নিতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)।

সোমবার (১৭ জানুয়ারি) শিশুটিকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে সে।

সিআরপি কর্তৃপক্ষ জানায়, সুরাইয়া দাঁড়াতে পারছে না। জন্মের পর থেকেই তার শারীরিক নানা সমস্যা রয়েছে। দুই পায়ের মধ্যে ডান পা বেশি সমস্যা। সে ডান চোখেও দেখতে পায় না। তাই তাকে সিআরপিতে ফিজিওথেরাপী, অকুপেশনাল থেরাপী ও স্পিচ ল্যাংগুয়েজ থেরাপি সেবা দেওয়া হবে।

হাসপাতালের শিশু বিভাগের ফিজিওথেরাপিস্ট মো. নাজমুল হাসান বলেন, সিআরপিতে একটি চিকিৎসা সেবার প্যাকেজের আওতায় সুমাইয়া ভর্তি হয়েছে। যেখানে দুই সপ্তাহ চলবে তার চিকিৎসা সেবা।

এর আগে গত ২ জানুয়ারি সুরাইয়াকে মাগুরা জেলা পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মমিন ভূঁইয়া নামের একজন নিহত হন। গুলিবিদ্ধ হন পথচারী অন্তঃসত্ত্বা নাজমা বেগম। পরদিন গুলির ক্ষত নিয়েই জন্ম হয় সুরাইয়ার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর