সৈয়দপুরে পিকআপের ধাক্কায় পোলিং অফিসারের মৃত্যু হয়

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় খাদেমুল ইসলাম (৫৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আব্দুল গনি বাদশা (৪৫) গুরুতর আহত হয়েছে।

শনিবার(২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতরা আগামীকাল রোববার অনুষ্ঠেয় চতুর্থ ধাপের নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

নিহত খাদেমুল ইসলামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী গ্রামের কুঠিপাড়ায় এবং আহত গণিত শিক্ষক আব্দুল গনি বাদশার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বালাপাড়ায়। উভয়েই লক্ষণপুর বালাপাড়া দাখিল মাদরাসায় শিক্ষকতা করতেন।

সৈয়দপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম জানান, হতাহতরা রোববারের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ৫১ নং কেন্দ্র পূর্ব খালিশা ঢুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানান, কেন্দ্রে এক সঙ্গে ছিলাম। তারা দুজনে রাতের খাবারের জন্য মোটরসাইকেল যোগে সৈয়দপুর শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর