দুই গ্রামের মাত্র ১৩ জন ভোটার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে মাধবপুর গ্রামে একজন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।

যমুনার ভাঙনে গ্রাম দুটি বিলীন হয়ে যাওয়ায় অন্যত্র আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। তবে এখনো নির্বাচন কমিশনের ভোটার তালিকায় মাধবপুরে একজন ও কচুয়া গ্রামে ১২ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

জেলা নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রের তালিকায় দেখা যায়, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছে ১ হাজার ৪৯২ জন। এর মধ্যে ধুলবাড়ি গ্রামে ১৪৯১ জন আর মাধবপুর গ্রামের একজন ভোটার রয়েছেন।
এছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৬২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে চরহুগড়া গ্রামের ২৫৫০ জন আর কচুয়া গ্রামের ১২ জন ভোটার রয়েছেন।

এ বিষয়ে হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল জানান, সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আগে ৭-৮শ ভোটারের বসবাস ছিল। তবে যমুনার করাল গ্রাসে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে জেলা নির্বাচনের ভোটার তালিকায় এই গ্রামে একজন ভোটার রয়েছেন। এছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকায় কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছে। এ গ্রামটিও যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর