হেলে পড়েছে চট্টগ্রামে দুটি ভবন ও এক মন্দির

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় বহুতল দুটি ভবন ও একটি মন্দির হেলে পড়েছে। আতঙ্কে ভবন ছেড়ে গেছেন বাসিন্দারা। এরইমধ্যে তাদের মূল্যবান মালামালও সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। মাঝিরঘাট এলাকার স্বপন বাবু (তিন তলা) ও মনোরঞ্জন দাসের (দুই তলা) পৃথক দুটি ভবন হেলে পড়েছে। ভবনগুলো কমপক্ষে ২ থেকে ৩ ফুট হেলে যায়।

বাসিন্দাদের অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালা খনন কাজের সময় দুইপাশে নিরাপত্তা বেষ্টনী না দেয়ায় মাটি সরে এই ঘটনা ঘটে।

এদিকে সিডিএ’র পক্ষ থেকে বলা হচ্ছে, খালের পাড় ঘেঁষে গড়ে তোলা ভবনগুলোর কোনো অনুমোদন নেই। খালে সংস্কার কাজ শুরুর আগেই অবৈধ ভবন থেকে লোকজন সরিয়ে নিতে সিডিএ ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলেও ভবন মালিকরা তা আমলে নেননি।

এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সিডিএ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর