নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারী সদরের সোনা রায় ইউনিয়ন মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব-১৩। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এ সময় পুলিশও আশপাশে অবস্থান নিয়েছে।

জানা গেছে, রংপুর থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, আমরা এখনও বাড়ি মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম এখানে অবস্থান করছেন। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রয়েছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর