জেলের জালে ৭ মন ওজনের শাপলাপাতা মাছ

হাওর বার্তা ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় সেলিম ফকির নামের এক জেলের জালে ধরা পড়েছে ৭ মন ওজনের শাপলাপাতা মাছ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে মাছটি মৎস্য বন্দর আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ ঘাটে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

পরে মাছটিকে ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, পায়রা বন্দর সংলগ্ন রাবনাবদ নদীতে গত রোববার রাতে জেলেদের জালে এ মাছটি ধরা পরে। প্রথমে জাল থেকে মাছটি ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে জেলেদের। পরে তারা ট্রলারে নিয়ে আড়ৎ ঘাটে আসলে মাছটি বরিশালের এক মৎস্য ব্যবসায়ী কিনে নেয়।

আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ মালিক মো. আবু জাফর বলেন, গত দু’দিন আগে এ শাপলাপাতা মাছটি সেলিম ফকিরের জালে ধরা পরে। মাছটি আড়ৎ ঘাটে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ৬৩ হাজার টাকায় বিক্রি করে দেন ওই জেলে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর