কিশোরগঞ্জের ১৫ ইউনিয়নের ভোট ৫ জানুয়ারি

হাওর বার্তা ডেস্কঃ দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল শনিবার (২৭ নভেম্বর) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি সারাদেশের মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ধাপে কিশোরগঞ্জ জেলার দুইটি উপজেলার মোট ১৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা দুইটি হচ্ছে, মিঠামইন ও অষ্টগ্রাম।

ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৭ ডিসেম্বর।
এছাড়া মনোনয়ন পত্র বাছাই ৯ ডিসেম্বর। আপিল দায়ের ১০ থেকে ১২ ডিসেম্বর  ও আপিল নিষ্পত্তি ১৩-১৪ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।

কিশোরগঞ্জ জেলার দুইটি উপজেলার মধ্যে মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়ন এবং অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে, মিঠামইন সদর, গোপদিঘী, ঢাকী, ঘাগড়া, কেওয়ারজোর, কাটখাল ও বৈরাটি।

অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়ন হচ্ছে, দেওঘর, কাস্তুল, অষ্টগ্রাম সদর, বাঙ্গালপাড়া, কলমা, খয়েরপুর-আব্দুল্লাপুর, পূর্ব অষ্টগ্রাম ও আদমপুর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর