দিনাজপুরে অবশেষে দেখা মিলল সূর্যের

হাওর বার্তা ডেস্কঃ উত্তরের জেলা দিনাজপুরের হিলিসহ বিভিন্ন উপজেলায় অবশেষে সূর্যের দেখা মিলেছে। কুয়াশামুক্ত হয়ে ঝলমলে রোদ উঠেছে; তবে কমেছে তাপমাত্রা।

হিলিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঝলমলে রোদ ওঠে।

গত কয়েক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কম তাপমাত্রার কারণে বেকায়দায় পড়েছেন শ্রমজীবীরা। খুব ভোরে কাজের সন্ধানে বের হয়ে এসব মানুষ অনেক কষ্টের মধ্যে পড়ছেন।

এ ছাড়া নিম্ন আয়ের সাধারণ মানুষ গরম পোশাকের অভাবে শীত নিবারণ করতে পারছেন না। শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ আরও কষ্টের মধ্যে রয়েছেন।

দিনাজপুর জেলার আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার। আকাশ মেঘমুক্ত থাকলে তাপমাত্রা কমে। আর তাপমাত্রা কমলে শীতও বাড়বে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর