টঙ্গী সেতু খুলে দেওয়া হবে রাত ১২ টার পর

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপরে নির্মিত সেতু’র ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার (২০ নভেম্বর) দিনগত রাত ১২টার পর সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বিআরটি প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন সেতুর নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেরামত করে এ সেতু দিয়ে যান চলাচল করবে। পাশাপাশি নতুন সেতুর নির্মাণ কাজ চলবে। নতুন সেতু মেরামত হয়ে গেলে তার ওপর দিয়ে গাড়ি চলবে। তখন আবার পুরোনো সেতুর কাজ ধরা হবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর টঙ্গী সেতুতে ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত হয়। পরে গত ১০ নভেম্বর রাতে সেতুটি দিয়ে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ঢাকামুখী যানবাহনগুলো কামারপাড়া রোডের মোড় ঘুরে ঢাকাতে প্রবেশ করতে শুরু করে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর