তাহিরপুর সীমান্তে আতঙ্ক ছড়িয়ে মেঘালয়ে ফিরে গেছে ৪ বন্য হাতি

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা গ্রামের লোকজন সারারাত জেগে আগুনের ভয় দেখিয়ে বন্য চারটি হাতিকে তাড়িয়ে দিয়েছেন। বন্য হাতিগুলো সীমান্তের ওপারের মেঘালয় পাহাড়ে ফিরে যাওয়ায় শান্তির নিঃশ্বাস ফেলছেন সীমান্তের লোকজন।

ভারত সীমান্তের লোহার কাটাতারের বেড়া ভেঙে বন্য হাতিগুলো মেঘালয় পাহাড়ের জঙ্গলে চলে গেছে বলে  জানিয়েছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

স্থানীয় লোকজন বলেন, গতকাল বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই বড়গোপ টিলা গ্রামের লোকজন বাড়ির সামনে আগুন জ্বালিয়ে হাতিকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করেন। পরে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোররাতে হাতিগুলো উত্তর দিকের জঙ্গল দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের পাহাড়ের জঙ্গলে ঢুকে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের সীমান্তের মেঘালয় রাজ্য থেকে গত মঙ্গলবার গভীর রাতে চারটি বন্য হাতি বাংলাদেশ সীমান্তের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা জঙ্গলে এসে অবস্থান নেয়। পরের দিন বুধবার সকাল বন্য হাতি জঙ্গলে অবস্থান করছে এমন সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে। তাৎক্ষণিক পুলিশ ও বিজিবি সেখানে গিয়ে হাতিকে বিরক্ত না করতে অনুরোধ জানান।

বড়গোপ টিলা গ্রামের লোকজন জানিয়েছেন, সীমান্ত এলাকার মানুষ যখন শুনেছেন হাতি বাড়ির পাশের টিলার জঙ্গলে অবস্থান করছে তখন থেকে ছেলে-মেয়ে নিয়ে খুব ভয়ে ছিলেন। এরপর বুধবার সারারাত পুরো গ্রামের মানুষ রাত জেগে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে রাখেন হাতিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে। পরে রাত ৪টার পর হাতিগুলো উত্তর দিকের মেঘালয় পাহাড়ে চলে যায়।

বড়গোপ টিলার বাসিন্দা চন্দনা বেগম  বলেন, বুধবার সারাদিন আমরা খুব আতঙ্কে ছিলাম। সারা রাতও ঘুমাইনি হাতির আক্রমণের ভয়।

বড়গোপ টিলার বাসিন্দা ছাত্তার মিয়া  বলেন, গ্রামের লোকজন সারারাত না ঘুমিয়ে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে রেখেছিল। কারণ, হাতি আগুনকে ভয় পায়। সারারাত আগুন জ্বালিয়ে রাখার পর হাতিগুলো ভোররাতে উত্তর দিকের ভারতের মেঘালয় পাহাড়ের জঙ্গলে চলে গেছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল লতিফ তরফদার  বলেন, ভারত থেকে নেমে আসা বন্য হাতিগুলো সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়ের জঙ্গলে চলে গেছে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে কিছু ধান, সবজি ও গাছপালা খেয়েছে হাতিগুলো।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানিয়েছেন, সকালে বিজিবি আমাদের জানিয়েছে হাতিগুলো উত্তরের জঙ্গল ধরে সীমান্তের কাটাতারের বেড়া ভেঙে ভারত মেঘালয় রাজ্যের জঙ্গলে চলে গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর