দেশে ফিরলেন পাচারের শিকার ৬ বাংলাদেশি

হাওর বার্তা ডেস্কঃ পাচারের শিকার হয়ে ভারতে যাওয়ার ৪-৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরে এসেছেন ৬ বাংলাদেশি। বৃহস্পতিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে তারা দেশে আসেন।

ফিরে আসারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরকালি বাজাইল গ্রামের আলপনা খাতুন, বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের জিয়ারুল ইসলাম, জামালপুর সদরের নারিকেলি গ্রামের মানিক মিয়া, ঢাকার কেরানীগঞ্জের রিনা আক্তার, কিশোরগঞ্জ সদরের ভাস্কর টিলা গ্রামের হানিফা আক্তার।

আখাউড়া স্থলবন্দরে তাদের গ্রহণ করেন ইউএনও রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল হাসান, স্বেচ্ছাসেবক সৈয়দ খায়রুল আলম।

জানা গেছে, ফেরত আসা ৬ বাংলাদেশি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলার মর্ডান সাইকিয়াট্রিক হাসপাতালে ৪-৫ বছর তাদের চিকিৎসা হয়। অবস্থার উন্নতি হওয়ার পর তাদের দেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।

দেশে ফেরা বগুড়ার জিয়ারুল ইসলামের স্বজন মোহাম্মদ রাজ্জাক জানান, ২০১৪ সালে জিয়ারুল নিখোঁজ হন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এত বছর পর তাকে পেয়ে পরিবারের সবাই খুশি।

পাচারের শিকার ব্যক্তি ও তাদের পরিবারকে জরুরি অর্থ সহায়তা ও কাউন্সেলিং সেবা দেওয়া হবে বলে জানান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল হাসান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর