ব্রিজের নিচে টাকার বস্তা, মিলল ৬৬ বান্ডিল!

হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাটে একটি ব্রিজের নিচ থেকে ৬৬ লাখ জাল টাকার একটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। ওই বস্তায় ৬৬ বান্ডিলে এক হাজার টাকার ১০০টি করে নোট ছিল বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিজ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিচে মাছ ধরতে যান এক ব্যক্তি। এ সময় সেখানে তিনি কিছু ছেঁড়া টাকা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে এক হাজার টাকার ১০০টি করে নোট ছিল।

স্থানীয় আব্দুস সালাম বলেন, পানির নিচ থেকে আমি টাকার বস্তুটি তুলেছি। উদ্ধার হওয়া সব টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবই জালনোট।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। টাকাগুলোর পেছনে লেখা ছিল— ‘সাথী সংঘ, লাকি কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে— উদ্ধারকৃত সব নোট জাল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর