বিদ্যুৎস্পৃষ্ট: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

হাওর বার্তা ডেস্কঃ ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষি কাজ করতেন ও আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন সোমবার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন।

মঙ্গলবার ভোর ৪টায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পর্শ হন। তিনি আত্মচিৎকার করলে তার বাবা আইন উদ্দিন গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও স্পর্শ হন। দুজনের আত্মচিৎকারে আনোয়ার হোসেনের মা গিয়ে বিদ্যুতে মেইন লাইন বন্ধ করে দেন।

বাবা-ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগেও ওই লিকেইজ তারে বিদ্যুৎস্পর্শ হয়েছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর