অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো নীলফামারীর ডিমলায়, ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দিনের শুরুতে ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর