দুই পাঙ্গাসের দাম ৫২ হাজার টাকা

হাওর বার্তা ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের দুটি পাঙ্গাস মাছ। দুটি পাঙ্গাসের মধ্যে একটি ওজন ২০ ও অন্যটি ১৫ কেজির। মাছ দুটি দেড় হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, ফারুক হালদার মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি পাঙ্গাস দুটি ১৪০০ টাকা কেজিতে ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে রাজবাড়ীর এক ব্যবসায়ীর কাছে দেড় হাজার টাকা কেজিতে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, স্থানীয় জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। তিনি বিক্রির জন্য ৫নং ফেরিঘাটে আমার  মৎস্য আড়তে নিয়ে এলে আমি উন্মুক্ত নিলামে এক হাজার ৪০০ টাকা কেজি দরে  ৪৯ হাজার টকায় কিনে নিই। এর পর দেড় হাজার টাকা কেজিতে ৫২ হাজার ৫০০ টাকায় মাছ দুটি বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মসিউর রহমান যুগান্তরকে বলেন, বর্তমানে পদ্মায় বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর