নেত্রকোনার বারহাট্টায় ইউপি নির্বাচনের প্রার্থীর বাড়ীঘর ভাংচুর, হামলা ও নগদ টাকা লুট

বিজয় দাস নেত্রকোনা প্রতিনিধিঃ বুধবার মধ্য রাতে উপজেলার ৬ নং সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের স্বতন্ত্র প্রার্থী মোঃ সুজন চৌধুরীর বাড়িঘর ভাংচুর করা হয়েছে।

এসময় তার ঘরে থাকা চেয়ার টেবিল, আসবাবপত্র ভাংচুরসহ নগদ তিন লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ভাটিপাড়া গ্রামের স্বতন্ত্র প্রার্থী মোঃ সুজন চৌধুরীর বাড়িঘরে হামলা চালায় মুখোশধারী কিছু দুর্বৃত্তরা। এসময় ঘরে থাকা চেয়ার টেবিল, আসবাবপত্র ভাংচুর করে তারা। এছাড়াও ঘরে থাকা নগদ তিন লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ সুজন চৌধুরী জানান, ‘ঘটনার সময় আমি ঘরে ছিলামনা। আমাকে খুন করার উদ্দেশ্যে এই হামলা চালায় দুর্বৃত্তরা। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় নৌকা প্রতীকের লোকজন  এই হামলা চালিয়েছে আমার বিশ্বাস।

এদিকে নৌকা প্রতীকের প্রার্থী শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করে ও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর