,

image-179330-1635308710bdjournal

পাটুরিয়া ঘাটে বেশ কয়েকটি গাড়িসহ ফেরি ডুবে গেছে

হাওর বার্তা ডেস্কঃ পাটুরিয়া ঘাটে বেশ কয়েকটি গাড়িসহ রো রো আমানত শাহ ফেরি ডুবে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে রো রো আমানত শাহ ফেরি। দুই থেকে তিনটি গাড়ি নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর