সেই নেতাদের বাদ দেয়ার ঘোষণা দিলেন ক্ষুব্ধ খালেদা

তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের মনের আশা পূর্ণ হচ্ছে! তাদের ডাকে সাড়া দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ষষ্ঠ জাতীয় কাউন্সিলে জেলা পর্যালয়ের নেতাদের দাবির প্রেক্ষিতে বিতর্কিত সেইসব নেতাদের বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া।

তিনি বলেছেন, দলের ভিতরে কিছু বেঈমান আছে, এটা স্বীকার করতে হবে। যখনই আন্দোলন তুঙ্গে যায় তখনই তারা পিছুটান দেয়। তখন আন্দোলন আর ফলপ্রসু হয় না। তাই বেঈমান নেতাদের দল থেকে বাদ দিতে হবে।

রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার রাতে কাউন্সিলের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বিএনপি আগেও জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করেছিল। ভবিষ্যতেও জনগণকে সাথে নিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে। ২০৩০ সালের আগে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বিয়ে শাদির জন্য হল ভাড়া দেয়া হয়। কিন্তু দেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দলের কাউন্সিলের জন্য এ জায়গা ভাড়া দেয়া হয়নি। পরবর্তীতে আমরা বসুন্ধরা কনভেশন সেন্টার চেয়েছিলাম, প্রথমে দিলেও সরকারের চাপে ওই জায়গাও আমাদের দেয়া হয়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর