ভাসানচর থেকে পালানোর সময় ২ রোহিঙ্গা আটক

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের ছেলে রফিক (২৭)।

শনিবার রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

এপিবিএন-৯ এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানিয়েছেন, এ ঘটনায় আটক দুই রোহিঙ্গাসহ পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরে তাদেরকে হাতিয়া আদালতে সোপর্দ করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর