হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মাওলানা ইয়াহিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) মাদ্রাসা পরিচালনা কমিটির শুরার বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলাকালে মুফতি আব্দুস সালামকে মাদ্রাসার মহাপরিচালক, মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস ও মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করার সিদ্ধান্ত হয়। কিন্তু এ সময় মুফতি আব্দুস সালাম মৃত্যুর খবর আসায় মাওলানা ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত মহাপরিচালক ঘোষণা করা হয়।

এছাড়া মুফতি জসিম উদ্দিনকে সহযোগী পরিচালক, মাওলানা কবির আহমদকে শিক্ষা পরিচালক ও মাওলানা ওমর কাসেমীকে সহকারী শিক্ষা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

শুরা বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী নাজিরহাট, মাওলানা ইয়াহিয়া হাটহাজারী, মাওলানা ওমর ফারুক, ঢাকা মাদানি নগর মাদ্রাসার পরিচালক মুফতি ফয়জুল্লাহ সন্দ্বীপী।

উল্লেখ্য, হাটহাজারীর মাদ্রাসার তিন সদস্যের পরিচালনা পর্ষদের প্রধান মুফতি আব্দুস সালাম আজ মারা গেছেন। মাদ্রাসার শুরার বৈঠক চলাকালে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অ্যাম্বুলেন্স করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর