মারা গেলো সেই ‘রাণী’

হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ার আলোচিত সেই ছোট গরু ‘রাণী’ মারা গেছে। রাণীকে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে কিছুদিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সাভার প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেছেন। পেটে গ্যাস জমে বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটি মারা গেছে বলে তিনি জানান।

শিকড় এগ্রো ফার্মটির নিজস্ব পশুচিকিৎসক আতিকুজ্জামান জুয়েল বলেন, বুধবার ‘রাণী’ অসুস্থ হয়ে পড়ে। তখন থেকেই রাণীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎসা চলাকালে দুপুর ২টার দিকে গরুটি মারা যায়।

 

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব জানান, গরুটির পেট ফোলা ছিল। আমাদের ভেটেরিনারি সার্জনসহ কয়েকজন মিলে চিকিৎসা দেন। এর পরও ছোট গরুটির কোনো উন্নতি হয়নি। পরে দুপুর ২টার দিকে মারা যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর