মারা গেলেন বিনা অপরাধে জেল খাটা সেই মিনু

হাওর বার্তা ডেস্কঃ বিনা অপরাধে কারাবন্দি মিনু পাগলিকে মুক্ত করতে ছুটতে হয়েছিলো হাইকোর্ট পর্যন্ত। আলোচিত মিনু পাগলি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় ৩ বছর পর মুক্তি পেলেও এক মাসও বাঁচতে পারলেন না। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

রোববার (৪ জুলাই) দুপুরে মিনুকে মুক্তকারী আইনজীবী গোলাম মাওলা মুরাদ এ তথ‌্য নিশ্চিত করে জানান, ৩ দিন আগে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মিনু। প্রথমে তার লাশ শনাক্ত করা যায়নি। অজ্ঞাত পরিচয় হিসেবে তার লাশ দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম। সর্বশেষ পুলিশের কাছ থেকে ছবি দেখে লাশ শনাক্ত করে মিনুর পরিবার।

তিনি বলেন, ‘হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক নারীর পরিবর্তে প্রায় তিন বছর ধরে সাজা ভোগ করছিলেন নিরাপরাধ মিনু পাগলি। নাম, চেহারার মিল না থাকা সত্ত্বেও একজনের স্থানে আরেকজন জেল খাটার বিষয়টি আদালতের নজরে আনেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান। তার পক্ষে আইনি লড়াইয়ে নামি আমি। আইনি প্রক্রিয়া শেষে গত ১৬ জুন মিনু কারাগার থেকে মুক্তি পান।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর