,

image-163828-1624077436

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে বা‌সের সঙ্গে সিএন‌জিচালিত ‌অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শ‌নিবার সকালে উপ‌জেলার মহাস্থানগ‌ড়ের হা‌তিবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতেরা অটোরিকশার যাত্রী। আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

শিবগঞ্জ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার বেলজার হো‌সেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে হাতিবান্ধা নামক স্থানে রংপুরগামী আহসান প‌রিবহনের এক‌টি বাসের সঙ্গে বগুড়াগামী এক‌টি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আটোরিকশার ভেত‌রে থাকা এক নারী ও একজন পুরু‌ষের মৃত্যু হয়। আহত হন আরো তিনজন। তা‌দের‌ বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।

নিহত‌দের লাশ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস‌টি‌কে আটক কর‌লেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর