টাঙ্গুয়ার হাওর-নীলাদ্রি ভ্রমণে নিষেধাজ্ঞা, এরপরও ছুটছেন পর্যটকরা

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রিসহ সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

তবওে দূর-দূরান্ত থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রির সৌন্দর্য্য উপভোগ করতে ছুটছেন পর্যটকরা। তারা গোপনে নৌকায় করে তাহিরপুর উপজেলা থেকে হাওর ও নীলাদ্রিতে যাচ্ছেন।

তাহিরপুর উপজেলার বাসিন্দা রাকিব আহমেদ  বলেন, ‘আজ কয়েকটি নৌকা দেখেছি টাঙ্গুয়ার হাওরের দিকে যেতে। এভাবে বাইরে থেকে পর্যটকরা আসছেন, তারা স্বাস্থ্যবিধি মানছেন না। এতে উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বাড়তে পারে। আমরা প্রশাসনের নজরদারির জোর দাবি জানাই।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির  বলেন, ‘সব পর্যটনকেন্দ্রে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা না জেনে আসছেন, তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছে। তবে জানার পরও যদি কেউ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর