কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসে বিশাল একটি মৃত তিমি

 

হাওর বার্তা ডেস্কঃ লকডাউনের কারণে জনমানবহীন কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে আসছে বড় একটি মৃত তিমি।

শুক্রবার দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে এটি দেখতে পান বলে জানান।

তবে এটি কি কারণে মারা পড়ল তা কিন্তু জানাযায়নি। মনে করা হচ্ছে লকডাউনের কারণে জনমানব শূন্য সৈকতের কাছে আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করেছে। এর পেছনের দিক থেকে বড় ক্ষত রয়েছে।

অতবা সাগরের কোথাও এটিকে শিকারীরা এটিকে হয়া করেছে। মৃত তিমিটি থেকে মারাতমক দুর্গন্ধ বের হচ্ছে। একারণে তিমিটি আরো কয়েকদিন আগে মারা পড়েছে বনে করা হছে।

গতবছর লকডাউনের সময়েও সৈকতে ডলফিন ভেসে এসেছিল এবং দস্যুরা ওগুলো হত্যা করেছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর