লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে মো. আবদুল্লাহ, শাকচরের সাইফ উল্যাহর ছেলে তানজিদুল ইসলাম ও হামছাদীর আমান আহমদের মেয়ে জান্নাতুল মুনতাহা রয়েছে। নিহত তিন শিশুর বয়স ১৪ মাস থেকে ১৮ মাসের মধ্যে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসক। রোববার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, চিকিৎসক ও নিহত শিশুর স্বজনরা জানায়, বিকেলে বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুরে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইভাবে হামছাদীর জান্নাতুল মুনতাহা ও শাকচরের তানজিদুল ইসলাম বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় এ দুই শিশু। তাদের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জয়নাল আবেদিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর