সিলেটে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়নের খাসমৌজায় ২ দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ঘোড়া দৌড়কে কেন্দ্র করে এলাকায় ছিল ভিন্ন রকমের উৎসবের আমেজ দেখা যায়।

শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত। | newsporotidin.com

প্রায় ৩০ বছর ধরে সিলেট গোয়াইনঘাট উপজেলায় বিশেষ করে আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন মাঠে এ ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আলীরগাঁও ইউনিয়নের খাস মৌজা মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

স্থানীয় সূত্রে যানা যায়, আলীরগাঁও ইউনিয়নের গ্রামীণ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলার ৩৯টি ঘোড়া অংশগ্রহণ করে। ২ দিন ব্যাপী অনুষ্ঠিত ঘোড়া দৌড় শেষে শাপলা প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে দোয়েল বাচ্চা, তৃতীয় স্থান নির্বাচিত হয় মাইকেল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর