কুলিয়ারচরে বিএডিসির লঞ্চটি এখন পরিত্যক্ত

 

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কুলিয়ারচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এম এম মুরালী নামে একটি ছোট মোটর লঞ্চ।

বর্তমানে সেচ কার্যক্রম সংকুচিত হয়ে যাওয়ায় লঞ্চটি ব্যবহার হচ্ছে না। ফলে সেটি এখন জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এছাড়া এখানে একটি বিশালাকার ড্রেজারও রয়েছে, যা সেচ এলাকায় অস্থায়ী ড্রেন নির্মাণে ব্যবহূত হতো।

এ ব্যাপারে কুলিয়ারচর জোনের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ জানান, আমার আগের প্রকৌশলী পরিত্যক্ত লঞ্চ ও ড্রেজারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছিলেন। তাদের নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর