কিশোরগঞ্জে আল জাজিরার মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরার ষড়যন্ত্রমূলক মিথ্যা, ভ্রান্ত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানবন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শনিবার (২০ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কিশোরগঞ্জ ইউনিটের আহবায়ক এনামুল হক সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিয়নের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সদর উপজেলা কমান্ডের সাধারণ সম্পাদক ভূপাল নন্দী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনী প্রমুখ। মানববন্ধনটি আয়োজন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা মোহাইমিনুল খান পাঠান।

বক্তারা বলেন, জামায়াত-বিএনপির নীল নকশা কখনও সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। কেউ দাবিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল জাজিরার এ প্রতিবেদন উদ্দেশ্য প্রনোদিত, কোন অশুভ শক্তি উন্নয়নের বাধা হয়ে থাকতে পারবে না। কিশোরগঞ্জ থেকেই শুরু হয়েছে আল জাজিরা মিডিয়ার মত মিথ্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ।

এ সময় উপস্থিত ছিলেন, ওশান, অপু সাহা, সাগর, আরিফ বাপ্পী, অপু, তপু, লিটন, প্রশান্ত, সাইফ জামান রাফি প্রমুখ।

মানববন্ধন শেষে আল জাজিরা টেলিভিশনের লোগো সম্বলিত ব্যানার পুড়িয়ে প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধার সন্তানেরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর