সুনামগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে জখম

হাওর বার্তা ডেস্কঃ বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নারী ইউপি সদস্য রাজিয়া বেগমকে (৪৫) কুপিয়ে আহত করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার আফসরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য রাজিয়া বেগম উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে সংরক্ষিত আসনের ইউপি সদস্য।

এদিকে এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজিয়া বেগমের সঙ্গে প্রতিবেশী মোশাহিদ আলীর (৪০) বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শনিবার বিকালে রাজিয়া বেগম বাড়ি থেকে বের হয়ে পান্ডারগাঁও বাজার যাওয়ার সময় প্রতিপক্ষ মোশাহিদ আলী ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পান্ডারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আরফান উদ্দিন বলেন, বাড়ির জায়গা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর